ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিদল তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারা এলাকায় টিকার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডাকসু থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে টিকা এবং ডাকসু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল আধুনিকায়নসহ যৌথ উদ্যোগে নিয়মিত কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল’ (শিফা)-এর উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু করে টিকা। এরই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে টিকা ও ডাকসুর যৌথ উদ্যোগে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আরও পড়ুনবুয়েটের ক্লাসরুমে...