পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো দুই বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্দরনগরী পোর্তো থেকে শাহ আলম কাজল এবং রাজধানী লিসবন থেকে মাসুদ মজুমদার এবার ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশের স্থানীয় নেতৃত্বে লড়ছেন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। শাহ আলম কাজল পর্তুগালের অন্যতম প্রধান রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে পোর্তো শহরের বনফি জুনতা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এর আগে একই আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন এবং নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন। এবারও তিনি একই দলের প্রার্থী হিসেবে পুনর্নির্বাচনের লড়াইয়ে রয়েছেন। অন্যদিকে, মাসুদ মজুমদার প্রথমবারের মতো রাজধানী লিসবনের সাও ভিনসেন্ট জুনতা ফ্রেগজিয়া এলাকায় স্বতন্ত্র প্যানেলে অংশ নিচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পর্তুগিজ নাগরিক বর্তমানে পরিবারসহ লিসবনে বসবাস করছেন।আরও পড়ুনআরও পড়ুনসুদানে ‘ত্রিভুজ প্রেমে’ বলি হলেন...