চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ভালো ফর্মে আছে আর্জেন্টিনা। দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে দলটি। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শেষ আটে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তরুণ ফরোয়ার্ড আলেহো সারকো। তিনি শুধু ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেননি, বরং গড়েছেন এক অভূতপূর্ব রেকর্ড। ভেলেজের একাডেমি থেকে উঠে আসা ও বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে খেলা এই ১৯ বছর বয়সী স্ট্রাইকার ম্যাচের ১ মিনিট ৬ সেকেন্ডে গোল করেন— যা আর্জেন্টিনার ইতিহাসে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল। এর আগে এই রেকর্ডটি ছিল ২০০১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ফ্যাব্রিসিও কোলচিনির দখলে। তিনি জামাইকার বিপক্ষে ২ মিনিট ৫ সেকেন্ডে গোল করেছিলেন। দুই দশক পর সারকো...