হবিগঞ্জ জেলা প্রশাসনের টিআর (টেস্ট রিলিফ) খাতের গাছের চারা রোপণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি চারায় অতিরিক্ত ব্যয় দেখানো ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কমিটি অনুমোদন ছাড়া অর্থ ছাড়সহ নানা অনিয়মে মাধবপুর উপজেলায় সমালোচনার ঝড় বইছে।জানা যায়, জেলা প্রশাসনের টিআর খাত থেকে বরাদ্দ পাওয়া ৬ লাখ টাকার মধ্যে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান সংলগ্ন সড়কের দুপাশে গাছ লাগানোর অনুমোদন হয় ৩ লাখ টাকায়। কিন্তু বাস্তবে সেখানে প্রায় ৫ শতাধিক গাছ রোপণ করা হয়েছে খুঁটি ও প্লাস্টিকের বেড়াসহ।প্রতি গাছে ৬০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে কে বা কারা এ কাজটি সম্পন্ন করেছে, কিংবা কোন ঠিকাদার এতে জড়িত ছিলেন—তা খুঁজে পাওয়া যায়নি। একই প্রকল্পের আওতায় পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলাতেও অতিরিক্ত ব্যয় নির্বাহের অভিযোগ উঠেছে।উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন,...