গাজাগামী জাহাজবহর থেকে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্যান্য অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, বুধবার (৮ অক্টোবর) গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমাতে ফ্রিডম ফ্লোটিলার ৮টি জাহাজ আটকে দেওয়া হয় এবং দেড়শো স্বেচ্ছাসেবককে ইসরায়েলি নৌবাহিনী আটক করে। তেলআবিব আরও দাবি করেছে, আটক সবাই সুস্থ আছেন এবং দ্রুতই তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। শহিদুল আলম এই নৌবহরের ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন এবং বর্তমানে অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলে আটক আছেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) আয়োজিত এই ৯টি জাহাজের বহরটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। এতে একটি বড় জাহাজে প্রায় ১০০ জন এবং বাকি আটটি ছোট নৌযানে আরও ৫০...