ফের চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্পিরিট আর কাল্কি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে চর্চায় এই অভিনেত্রী। স্বামী রণবীর সিংয়ের নতুন বিজ্ঞাপনের জেরে এবার বিদ্রুপের মুখে তিনি। সম্প্রতি আবুধাবি ট্যুরিজমের একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হয়েছেন দীপকা-রণবীর জুটি। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ঐতিহ্য এবং ইসলামকে সম্মান জানিয়েই হিজাব পরেন দীপিকা, অন্যদিকে রণবীরকে শেরওয়ানি লুকে দেখা গেছে। বিজ্ঞাপনে দু‘জনেই আবুধাবির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করেছেন। রণবীর-দীপিকার রসায়নে মুগ্ধ সকলেই। তবে বিজ্ঞাপনে দীপিকাকে হিজাব পরিহিত অবস্থায় দেখে নেটিজেনদের কেউ কেউ তাকে ট্রোল করতে শুরু করেন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। View this post on InstagramA post shared by Ranveer Singh (@ranveersingh)এর আগে কন্যার নাম দুয়া রাখার পর থেকেই আলোচনায় বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও...