বাংলাদেশের ফুটবলে আবারও প্রাণ ফিরে এসেছে। ফুটবলের উচ্ছ্বাসটা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রবাসী ফুটবলাররা দেশকে প্রতিনিধিত্ব করায় দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ছড়িয়ে পড়েছে আশার আলো। সমর্থকদের স্বপ্ন দেখানো হামজা-শমিতদের লক্ষ্য এখন এশিয়ান কাপে জায়গা করে নেওয়া। বাছাইপর্বের লড়াইয়ে টিকে থাকতে হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য—জয়। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বাছাইপর্বে একমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দলই এশিয়া কাপের মূলপর্বে সরাসরি খেলবে। তাই বাছাইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের সামনে। হারলে কাগজে-কলমে সমীকরণ বেঁচে থাকলেও কার্যত শেষ হয়ে যাবে আশা। বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়েও বেশ এগিয়ে হংকং। ফিফা র্যাঙ্কিংয়ে তারা ১৪৬ নম্বরে। হামজা-জামালরা তাদের থেকে ৩৮ ধাপ পেছনে। বাংলাদেশের র্যাঙ্কিং...