জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ ||রাইজিংবিডি.কম জেলার সাতটি উপজেলার প্রায় ৩০০ ব্যবসা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের সনদ নবায়ন ছাড়াই চলছে। মানিকগঞ্জে প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে ভবন নির্মাণ, বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান। জেলার সাতটি উপজেলার প্রায় ৩০০ ব্যবসা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের সনদ নবায়ন ছাড়াই চলছে। বহু প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের সনদই নেয়নি। এতে পুরো জেলার গুরুত্বপূর্ণ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ অগ্নি ঝুঁকিতে রয়েছে। মানিকগঞ্জে এরইমধ্যে ২০২৪ সালে ২৩২টি এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৪৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অরক্ষিত থাকার কারণে আরও যে অগ্নিকাণ্ড ঘটবে না, এমনটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয় জানায়, জেলার একাধিক ভবনে অগ্নি নির্বাপণ যন্ত্র, পানির উৎস কিংবা নির্গমন পথ নেই। এসব কারণে ৩০টি বড় বাণিজ্যিক ভবনকে নোটিশ দেওয়া হয়েছে। তথ্য অধিকার...