এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও আফগানদের ধবলধোলাই- সবমিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে রাশিদ খানদের বিপক্ষে টানা চার জয়ের স্মৃতি টাটকা থাকতেই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি মেহেদী হাসান মিরাজদের। আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছেন ফিল সিমন্সের শিষ্যরা। আগে ব্যাটিং করা বাংলাদেশ যে স্বল্প সংগ্রহ তুলেছিল, এর নিচে আফগানদের আটকাতে বোলারদের বিশেষ কিছু করতে হতো। ইনিংসের ১ ওভার ১ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে বাংলাদেশি ব্যাটসম্যানরা বলতে গেলে টেস্টসুলভ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন। ইনিংসের ১৬৯ বলে কোনো রান পায়নি বাংলাদেশ। এরপরও মিরাজ (৬০) ও তাওহীদ হৃদয়ের (৫৬) ফিফটিতে ভর করে ২২১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু এ রান দিয়ে জিততে হলে বোলারদের যে বিশেষ কিছু করতে হতো, সেটা করতে পারেননি...