গাজায় দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপে একমতে পৌঁছেছে। আজ (৯ অক্টোবর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন— “ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তিতে সম্মত হয়েছে।” চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশ কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, যুদ্ধবিরতির শর্তাবলি ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ণ সমঝোতা হয়েছে। হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন এক সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি যুদ্ধবিরতির এই প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করবেন।...