বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১০ জন প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় সূত্র। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন, যার মধ্যে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। আরো পড়ুন :ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা নিহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন। প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী সজীব চৌধুরী জানান, নিহতরা প্রতিদিনের মতো সাগর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। বাসা থেকে প্রায় এক ঘণ্টা...