‘আপনি কতো বড় সাংবাদিক, আমার চোখের সামনে পইড়েন। নড়িয়াতে আমার হাত দিয়া বিএনপির কোনো মামলা হলে আপনি প্রত্যেকটি মামলার আসামি হবেন নিশ্চিত থাকেন। আপনি আমার বিরুদ্ধে নিউজ করেন?’ চাল বিতরণ সংশ্লিষ্ট অনিয়মের সংবাদ প্রকাশ করায় এভাবেই এক সাংবাদিককে মুঠোফোন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় থানায় সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। স্থানীয়, ভুক্তভোগী সাংবাদিক ও থানা সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। সম্প্রতি তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেলে উপজেলা খাদ্য কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা...