জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত না করেই শেষ হলো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। জুলাই সনদ নিয়ে গণভোটে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে দ্বিমত রয়ে গেছে। তাই বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সুপারিশ প্রস্তাব করবে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাড়ে সাত মাসের দীর্ঘ বৈঠক ৮৪ বিষয়ে ঐকমত্য ও ১০টি মৌলিক সংস্কারের নোট অফ ডিসেন্ট দিয়ে শেষ হলো। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১১টায়। তবে শেষ বৈঠকও শেষ হয় সিদ্ধান্তহীনতায়। গণভোটের বিষয়ে দলগুলো একমত হলেও দিনক্ষণ নিয়ে দ্বিমত রয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘গণভোটটি কখন হবে এই নিয়েই কিছুটা দ্বিমত আছে। অনেকে বলেছেন গণভোট আর...