গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্র্বর্তী সরকার দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচনের জন্য বারবার তাগিদ দিয়েছে। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে।অন্যদিকে কিছু রাজনৈতিক দল নানা বাহানায় নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করে আসছে। বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের মানুষের স্বস্তি মিলবে বলে মনে হচ্ছে না।অন্তর্র্বর্তী সরকার দেশ চালাতে হিমশিম খাচ্ছে। ব্যাংক খাতে যে শোচনীয় পরিস্থিতি চলছে, তা স্বাভাবিক করতে সক্ষম হয়নি। ড. মুহাম্মদ ইউনূস অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, তা হাতে পায়নি। উল্টো আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর শত শত গার্মেন্ট ও শিল্পকারখানা বন্ধ...