০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম পেশীর চোটে বিশ্বকাপ বাছাইয়ে স্পেন দল থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার ডিন হুইসেন। তার জায়গায় ইতোমধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন আথলেতিক বিলবাওয়ের অভিজ্ঞ সেন্টার ব্যাক অমারিক লাপোর্তে। সোমবার জাতীয় দলের অনুশীলনে পৌঁছানোর পর হুইসেনের পেশীর ইনজুরির বিষয়টি সামনে আসে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফএ) নিশ্চিত করেছে মঙ্গলবার হুইসেন অনুশীলনে যোগ দেননি। রিয়াল মাদ্রিদ জানিয়েছে তার অবস্থার কোন উন্নতির হচ্ছে না। মেডিকেল পরীক্ষার পর তার পেশীর ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যেই হুইসেনকে জাতীয় দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আরইএফএ এক বিবৃতিতে হুইসেনের দ্রুত সুস্থতা কামনা করেছে। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেবার লক্ষ্যে স্পেন আগামী মঙ্গলবার ভায়াদোলিদে বুলগেরিয়াকে আতিথ্য দিবে। শনিবার এলচেতে জর্জিয়ার মুখোমুখি হবে। ৩১...