উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া (ডব্লিউপিকে) এবার ৮০ বছর পূর্তি উদ্যাপন করছে। এই উপলক্ষে রাজধানী পিয়ংইয়ং সাজছে উৎসবের সাজে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন আয়োজন করছেন এক বিশাল সামরিক কুচকাওয়াজ ও বিদেশি অতিথিদের জন্য জাঁকজমকপূর্ণ সংবর্ধনা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, কিম মাসের পর মাস ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন। ধারণা করা হচ্ছে, রাতে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজটি, যেখানে অংশ নেবে কয়েক হাজার সেনা ও নাগরিক। বড় জাতীয় দিবসগুলোতে এমন বিশাল জনসমাগম ও সামরিক প্রদর্শনী উত্তর কোরিয়ায় সাধারণ ঘটনা। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া উত্তর কোরিয়ার একমাত্র রাজনৈতিক দল। দলটি সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে কিম পরিবারের তিন প্রজন্মের আদর্শকে মিশিয়ে দেশ পরিচালনা করছে। বিশ্লেষকদের ধারণা, এবারের প্যারেডে কিম জং উন দেখাবেন উত্তর কোরিয়ার সর্বাধুনিক অস্ত্র। এর মধ্যে থাকতে পারে...