চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। বুধবার (৮ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে অভিযোগ জানান শাখা ছাত্রদল। একইদিনে বিকাল সাড়ে ৫টায় অভিযোগপত্র জমা দেন শাখা ছাত্রশিবির। শাখা ছাত্রদলের অভিযোগপত্রে বলা হয়, চাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি। শাখা ছাত্রদলের অভিযোগপত্রে স্বাক্ষর করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও জিএস মো. শাফায়াত হোসেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ছাত্রশিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তড়ুয়া ভবনের তৃতীয় তলায় ইতিহাস বিভাগের ৩২৩ নাম্বার ক্লাসরুমে দুপুর ১২টা ১৮ মিনিটে উপস্থিত হয়ে ক্লাসের মাইক তথা সাউন্ড সিস্টেম ব্যবহার করেন। তার এই ভিডিও ফুটেজ মুঠোফোনে ধারণ করা হয়েছে। এ...