ইংল্যান্ডের দক্ষিণ ডার্বিশায়ারের ৩০ বছর বয়সি জেস সম্প্রতি এক বিরল অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। সন্তান জন্মের পর তিনি বুঝতে পারেন যে তাঁর দেহে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে স্তন্য উৎপন্ন হচ্ছে। বিষয়টি এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায় যে, স্তন্য সংরক্ষণের জন্য ফ্রিজেও জায়গা পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে জেস এবং তাঁর স্বামী একপর্যায়ে বোতল বোতল দুধ জমাতে শুরু করেন। কিন্তু ফ্রিজের জায়গা ফুরিয়ে যাওয়ায়, শেষমেশ জেস একটি মানবিক সিদ্ধান্ত নেন। তিনি বার্মিংহাম মিল্ক ব্যাংকে যোগাযোগ করেন—যেখানে মায়েরা তাঁদের অতিরিক্ত মাতৃদুগ্ধ দান করতে পারেন, যা মায়ের দুধ থেকে বঞ্চিত শিশুদের পুষ্টির জন্য ব্যবহৃত হয়। প্রথম দফায় জেস ১০ লিটার স্তন্য দান করেন। চিকিৎসকদের আশঙ্কা ছিল, অতিরিক্ত স্তন্য উৎপাদনের পেছনে কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে কি না। তাই স্তন্য সংগ্রহের আগে তাঁর...