০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম দক্ষিণ সুদানে এক প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে অন্তত ১৪ জন সেনা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দক্ষিণ সুদান ও সুদানের সীমান্তবর্তী তেলসমৃদ্ধ আবিয়েই বক্স অঞ্চলের একটি বাজার এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে সরকারপন্থি ও বিরোধী পক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইউনিফায়েড ভিআইপি প্রোটেকশন ফোর্সের সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র লুল রুয়াই কোয়াং জানান, ঘটনাটি মূলত ব্যক্তিগত কারণে শুরু হলেও পরবর্তীতে তা ব্যাপক আকার ধারণ করে। তার ভাষায়, “দুই কর্মকর্তা একই নারীর সঙ্গে সম্পর্কিত ছিলেন। বিষয়টি নিয়ে বিতর্কের একপর্যায়ে মাচারপন্থি এক কর্মকর্তা গুলি চালান, এতে অপর পক্ষের এক সদস্য নিহত হন।” এরপর...