রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় একটি হিমাগারে ডেকে নিয়ে তিনজনকে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় থানার ওসি ইচ্ছাকৃতভাবে ‘দুর্বল ধারা’ বসিয়েছেন বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ। ফলে আদালতে হাজিরার পরই জামিন পেয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের তিন ছেলেমেয়ে। এতে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন সরকার কোল্ড স্টোরেজে নিয়ে নির্যাতন করা হয় এক তরুণ (২৭), এক নারী (৩০) ও এক কিশোরীকে (১৩)। তরুণটি একটি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। ওই নারী ও কিশোরী তার খালাতো বোন। অভিযোগ অনুযায়ী, লাঠি, বাঁশ ও হাতুড়ি দিয়ে তাদের পেটানো হয়। পরে সেফটিপিন ফুটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন করা হয়। ঘটনার পর স্থানীয়রা হিমাগার ঘেরাও করে বিক্ষোভ করেন ও ভাঙচুর চালান। পরে পুলিশ তিনজন ভুক্তভোগীকে হাসপাতালে...