০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২৯ এএম রাস্তা জুড়ে গাড়ির লম্বা লাইন। কয়েক হাজার গাড়ি-ট্রাক আটকে রয়েছে। তাও আবার বিগত ৪ দিন ধরে। এই ট্রাফিক জ্যাম কোথায় শেষ হচ্ছে বা কবে এই যানজট কাটবে, তার উত্তরও কারোর কাছে নেই। ভারতের দিল্লি-কলকাতা হাইওয়েতে দেখা গেছে ভয়াাবহ এই যানজট। জানা গেছে, গত শুক্রবার বিহারের রোহতাস জেলায় মুষলধারে বৃষ্টিপাতের পর, জাতীয় সড়ক ১৯-এর বিভিন্ন স্থানে ছয় লেনের নির্মাণকারী সংস্থা কর্তৃক নির্মিত ডাইভারশন এবং সার্ভিস লেনগুলো প্লাবিত হয়। এতে রাস্তাজুড়ে সৃষ্টি হয় বড় বড় গর্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে একই জায়গায় আটকে থাকে ট্রাকগুলো। মাত্র কয়েক কিলোমিটার পার করতেই অনেক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। যাবাহনের র্দীঘ সারি আওরঙ্গবাদ পর্যন্ত পৌঁছে যায়, যা রোহতাস থেকে ৬৫ কিলোমিটার দূরে। এদিকে এই...