০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। খবর আল-আরাবিয়ার। সউদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ‘সউদী আরব ইসরায়েলি কর্মকর্তারা ও দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের দ্বারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল প্রচেষ্টার কঠোর নিন্দা জানায়, এবং আল-আকসার পবিত্রতার ওপর নিরবচ্ছিন্ন হামলার তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করে।’ এর আগে, স্থানীয় সময় বুধবার ইহুদি ধর্মীয় উৎসব সুকোটের দ্বিতীয় দিনে বেন-গাভিরের নেতৃত্বে অবৈধভাবে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। যদিও কঠোরভাবে সুরক্ষিত মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।...