গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফায় ইসরায়েল ও হামাস একমত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ তথ্য জানান। খবর আলজাজিরার। ট্রাম্প লিখেছেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে।” দ্রুতই সব জিম্মিকে মুক্ত করা হবে এবং ইসরায়েল তাদের সেনাকে নির্ধারিত সীমা পর্যন্ত সরিয়ে নেবে বলেও তিনি জানান। এছাড়া, ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “শান্তিচুক্তির প্রথম ধাপ শেষ হলে মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে চলবে এবং গাজা পুনর্নির্মিত হবে।” তিনি আরও যোগ করেন, “এটা হবে এক ভিন্ন পৃথিবী। গাজায় বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করা হবে।” ট্রাম্প বলেন, “আমরা বিশ্বাস করি, গাজা আরও নিরাপদ জায়গায় পরিণত হবে। এটি পুনর্গঠিত...