ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হচ্ছিলেন আরবাজ। তার কোলে ছিল নরম কম্বলে মোড়া ছোট্ট কন্যা। চারপাশে ফ্ল্যাশ ও ক্যামেরার ঝলকানি থাকলেও আরবাজের মুখে কোনো অস্থিরতা দেখা যায়নি। বরং তিনি পাপারাজ্জিদের শুভেচ্ছা জানালেন এক মিষ্টি হাসি দিয়ে।এটাই আরবাজের কন্যাসহ প্রথম প্রকাশ্যে আসা মুহূর্ত। তার জীবনে এটি নতুন একটি অধ্যায়। তবে, ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা ইতোমধ্যেই এক পুত্রসন্তানের বাবা।এরই মধ্যে সেই কন্যার নাম প্রকাশ্যে; যা জেনে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। জানা গেছে, আরবাজ তাদের কন্যার নাম রেখেছেন ‘সিপারা খান’।এ বিষয়ে অভিনেতার স্ত্রী শুরা নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানিয়েছেন তাদের কন্যার নাম। সঙ্গে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। আর উচ্ছ্বসিত ভক্তরাও মন্তব্যঘরে লিখছেন, ‘মাশাআল্লাহ’। তবে বলে রাখা ভালো, কোরাআনের ৩০টি পারার একটি অংশকে বলা হয় ‘সিপারা’। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এ নামটি...