কানাডিয়ান গণযোগাযোগ তাত্ত্বিক মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) গত শতকের ৬০-এর দশকে বিশ্বগ্রাম ধারণাটি প্রকাশ করে আলোড়ন তৈরি করেছিলেন। ১৯৬৪ সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া দ্য এক্সটেনশন অফ ম্যান (Understanding Media: The Extensions of Man) গ্রন্থে তিনি দেখিয়েছিলেন প্রযুক্তির ক্রমবিকাশ গোটা দুনিয়াকে একটি গ্রামে পরিণত করেছে। যেখানে সবাই খুব কাছাকাছি বাস করেন, সবাই পড়শি। প্রযুক্তির এই বিকাশ এখনো চলমান। ২০২৫ সালে মার্শাল ম্যাকলুহান (ম্যাকলুহানের মৃত্যু ১৯৮০ সালে) বেঁচে থাকলে হয়তো নতুন তত্ত্ব হাজির করতে বাধ্য হতেন। কারণ বর্তমানে ইন্টারনেট সংযোগ ও স্মার্টফোনের এই বিশ্ব এখনো চলে এসেছে হাতের মুঠোয়। স্মার্ট ডিভাইসের ছোট্ট পর্দায়। পৃথিবী এখন আরও সংকুচিত, আরও কাছাকাছি। যেখানে পৃথিবীর একপ্রান্তের মানুষের সাথে অপর প্রান্তের মানুষকে মুহূর্তে যুক্ত করছে সামাজিক যোগাযোগমাধ্যম। প্রযুক্তির অপ্রতিরোধ্য বিকাশের এই যুগকে সামাজিক যোগাযোগমাধ্যমের কাল বললে ভুল...