ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকালমৃত্যুকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল ধোঁয়াশা, কিন্তু এবার সেই রহস্য আরও গভীর হলো। সিঙ্গাপুরে কনসার্টে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু, যা প্রথমে স্বাভাবিক বলে মনে করা হয়েছিল। কিন্তু সেটি এখন নতুন মোড় নিয়েছে। বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে জুবিনের চাচাতো ভাই, আসাম পুলিশের আধিকারিক সন্দীপন গর্গকে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসাম পুলিশের এসআইটি প্রধান ও স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা জানান, সন্দীপন গর্গ ছাড়া আরও চারজনকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। যারা প্রত্যেকেই গায়কের শেষ সফরে সঙ্গে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন কনসার্টের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত।তদন্তকারীদের সন্দেহ, কোনও এক ষড়যন্ত্রের কারণেই এই অপঘাত। বিশেষ করে, ইয়টের ভেতরে থাকা...