রহস্য যেন আরও ঘন হচ্ছে জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হচ্ছে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে। গায়কের এক চাচাতো ভাইয়ের গ্রেপ্তারের পর এবার সামনে এল নতুন তথ্য। সংগীত পরিচালক ও গায়ক মানস রবিন তদন্তকারী দলের হাতে তুলে দিলেন এক বড় প্রমাণ, যা বদলে দিতে পারে গোটা মামলার মোড়।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, বুধবার (০৮ অক্টোবর) এসআইটির মুখোমুখি হন রবিন এবং তাদের হাতে বেশকিছু প্রামাণ্য তথ্য তুলে দেন তিনি। তদন্তকারী দলের আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।এ বিষয়ে রবিন বলেন,’আজ এসআইটির সঙ্গে দেখা করে তাদের হাতে বেশকিছু তথ্য তুলে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে এইসব তথ্য আমি জোগাড় করেছি। এই তথ্য তদন্তকারী দলের কাজে লাগবে বলে আমার মনে হয়। আমাদের প্রিয় জ়ুবিন গার্গের এমন...