খাগড়াছড়িতে অটোরিকশার ধাক্কায় মো. মান্নান মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে। নিহত মান্না জেলা সদরের মোহাম্মদপুর এলাকার আব্দুল মালেকের সন্তান। স্থানীয়রা জানায়, মো. মান্নান মিয়া কলেজ গেট এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর থানার...