ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বইছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আবার কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৬২ সালে। সর্বশেষ রাকসু নির্বাচন হয় ১৯৮৯ সালে। এরপর নানা রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা ও গঠনতান্ত্রিক সংশোধনের অজুহাতে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে এই নির্বাচন বন্ধ ছিল। ফলে শিক্ষার্থীদের দাবি-দাওয়ার একমাত্র বৈধ মঞ্চটি কার্যত অচল হয়ে পড়ে। বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে প্রায় ৩ যুগ পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়...