প্রতিবেশী ভারত আমাদের বন্ধু নাকি শত্রু, ৫৪ বছরে তার মীমাংসা হয়নি। সাধারণ ধারণাটা এমন যে একাত্তরে যারা অস্ত্রহাতে দেশের জন্য যুদ্ধ করেছেন, তাদের বিবেচনায় ভারত বন্ধু।আর যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদের হিসেবে শত্রু। এ ছাড়া যখন যারা ক্ষমতায় এসেছেন, তখন তারা নিজেদের সুবিধামতো সম্পর্ক তৈরি করেছেন। কেউ ভারতকে দাদা বলতে অজ্ঞান। কেউবা বলে দাদা নয়, ভারত আমাদের সঙ্গে দাদাগিরি করে। তিন দিক বেষ্টিত প্রতিবেশী বৃহৎ দেশ হিসেবে ভারত সে সুযোগ নিয়ে নানান ছলে আমাদের সঙ্গে বরাবরই চাতুরী করেছে। কখনো নীতিতে করেছে, কখনো কূটনীতিতে। অবশ্য তারা যতটা না সুযোগ চেয়েছে, আমরা অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশি দিয়েছি। প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ওঠানামা হবে, এটাই স্বাভাবিক। গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের প্রতি প্রতিবেশী দেশটির রাখঢাকহীন সমর্থন...