জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (বৃহস্পতিবার) সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ, চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে । এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে ৫ অক্টোবর নবম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়, যেখানে একজন সাক্ষী জবানবন্দি দেন। তার আগে, ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনে একজন পুলিশ সদস্য তিনজন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য শেষে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। আরো পড়ুন :শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৪ আগস্ট সপ্তম দিনে সাক্ষ্য দেন এপিবিএনের দুই কনস্টেবল অজয় কুমার ও আবদুর রহমান। ১১ সেপ্টেম্বর ষষ্ঠ দিনে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী...