অনেকটা পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনার দাম। দেশের বাজারে আবারও বাড়েছে সোনার দাম। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে আবার সোনার দাম ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে। এ নিয়ে দেশের বাজারে টানা তিন দিন সোনার দাম বাড়ছে। তাতে সোনার সর্বোচ্চ দামের আরেকটি নতুন রেকর্ড হবে। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা এতদিন ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা ছিল। বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম...