প্রতিপক্ষ শিবিরের ২৫ জনের পাঁচ জনই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত! শেষ নয় সেখানেই; জাপান, ক্যামেরুন, জার্মানিসহ আরও অনেক দেশের খেলোয়াড়ও গায়ে তুলেছেন হংকং চায়নার জার্সি! বাংলাদেশ দলে বর্তমানে প্রবাসী খেলোয়াড়ের সংখ্যা ছয়। এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশ-হংকং ম্যাচের ভেতরে তাই ভিন্ন এক লড়াইয়ের সুবাসও থাকছে। বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। ‘সি’ গ্রুপের টেবিলে অজেয় দুই দল সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৪ করে। শীর্ষে থাকার লড়াইটাও চলছে তাদের মধ্যে। ভারত ও বাংলাদেশের পয়েন্ট ১ করে, এই দুই দলের লড়াই মূলত বাছাই পেরুনোর স্বপ্নে নতুন প্রাণের সঞ্চার করা। আসছে ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া তাই বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একে তো হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো গল্প নেই, ফিফা র্যাঙ্কিংয়েও তারা পিছিয়ে ৩৮ ধাপ। এর ওপর কোচ হাভিয়ের কাবরেরার দুর্ভাবনা...