ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর ফরজ। এ জন্য নামাজের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয় তা প্রত্যেক মুসলমানের জানা জরুরি, যেন সময় শেষ হওয়ার আগেই নামাজ আদায় করা যায়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ২০২৫; ২৪ আশ্বিন, ১৪৩২ বাংলা; ১৬ রবিউস সানি, ১৪৪৭ হিজরি। নামাজ শুরু শেষজোহর ১১:৪৭ ৪:০০আসর ৪:০১ ৫:৩৯সূর্যাস্ত ৫:২৫ ৫:৪০মাগরিব ৫:৪১ ৬:৫৪এশা ৬:৫৫ ৪:৩৩ উল্লিখিত সময়ের সঙ্গে...