দীর্ঘ দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী গাজা যুদ্ধ অবসানের পথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গতকাল বুধবার (৮ অক্টোবর) ইসরায়েল ও হামাস প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছে। এটি ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। চুক্তিটি স্বাক্ষরিত হয় মিসরের শার্ম এল শেখে, যেখানে যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা আলোচনায় যুক্ত ছিলেন। মঙ্গলবার হামাসের হামলার দুই বছর পূর্তির একদিন পর এই ঘোষণা আসে। ট্রাম্প একে ‘ঐতিহাসিক শান্তি সূচনা’ বলে উল্লেখ করেন। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব বন্দি মুক্তি পাবে এবং ইসরায়েল সম্মত সীমারেখায় সেনা...