বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলামের পদত্যাগ দাবিতে তার কার্যালয় ঘিরে বিক্ষোভ করেছেন সংস্থাটির কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা। বুধবার (৮ অক্টোবর) সকালে এই বিক্ষোভ শুরু হয়। শতাধিক লোক জড়ো হয়ে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দপ্তর ঘিরে স্লোগান দিতে দেখা গেছে। এমনকি চেয়ারম্যান অফিস ত্যাগ করার সময় তার গাড়ি ঘিরেও স্লোগন দেওয়া হয়। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও যুব কমিটির এক সদস্য জাগো নিউজকে বলেন, বর্তমান চেয়ারম্যান আজিজুল ইসলাম আসার পর থেকেই রেড ক্রিসেন্টে ভালো কর্মকর্তাদের সাইড করে দিয়েছেন (সরিয়ে দিয়েছেন)। ভালো ভালো স্বেচ্ছাসেবকদেরও সাইড করে ফেলেছেন। তার পক্ষের একটা অংশকে প্রাধান্য দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। বিতর্কিত ও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। বঙ্গবন্ধু পরিষদের সভাপতিকেও পরিচালক করেছেন। স্বেচ্ছাসেবকদের সঙ্গে দুর্ব্যবহার, মারতে তেড়ে যাওয়াসহ নানান ধরনের ঘটনা চেয়ারম্যান ঘটিয়েছেন। রেড...