অ্যামাজন প্রাইম ভিডিওর মির্জাপুর সিরিজের কল্যাণে দ্রুত পরিচিতি পেয়েছেন অভিনেত্রী রসিকা দুগ্গল। তাঁর ঝুলিতে আছে ব্যতিক্রমী সব সিরিজ আর ছায়াছবি। আরও একবার দর্শকের মন জয় করতে আসছেন তিনি। অংশুমান ঝাঁর ছবি লর্ড কার্জন কি হাভেলি-তে তাঁকে দেখা যাবে জটিল এক চরিত্রে। সম্প্রতি মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে এই ব্ল্যাক কমেডি থ্রিলারটি নিয়ে কথা বলেছেন তিনি ও নির্মাতা। অনুষ্ঠানে পরিচালক জানান, রসিকার মধ্যে তিনি শাহরুখ খানের ছায়া দেখেছেন। জয়জয়কার‘লর্ড কার্জন কি হাভেলি’ দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা অংশুমান ঝাঁ। অভিনয় ছাড়াও এর আগে সহপরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে এই প্রথম একাই নিজের কাঁধে নির্দেশনার দায়িত্ব তুলে নিয়েছেন অংশুমান। অভিষেক ছবিতেই বুঝিয়ে দিয়েছেন, ভালো পরিচালক হওয়ার সব গুণ তাঁর মধ্যে আছে। তাঁর পরিচালিত ছবিটি দেশে মুক্তির আগে বিদেশেও সমাদৃত হয়েছে। হৃৎপিণ্ড...