শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তোফায়েল আহমেদের মেয়ের জামাই সারোয়ার জাহান তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। সারোয়ার জাহান বলেন, হৃদরোগের চিকিৎসায় তোফায়েল আহমেদকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্টে রিং পরানোর কথা ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক ড. ইউনূস সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। পরে তাঁকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়। তোফায়েল...