ফরম্যাট বদলাতেই বদলে গেলো বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন। আবারো ভর করল পুরোনো ভূত—ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশ মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ব্যাটিং ইনিংসেই। এরপর স্বল্প সেই পুঁজি যেভাবে বল করা প্রয়োজন ছিল, বোলাররাও সেটি করতে পারেনি। ফলাফল হিসেবে হার দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করতে হলো বাংলাদেশকে। প্রথম ওয়ানডেতে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। আজ বুধবার (৮ অক্টোবর) প্রথম ওয়ানডেতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২১ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৭.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করে আফগানরা। ওপেনিং জুটিতে ৫০ রান তুলে ফেলেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। ২৫ বলে ২৩ রান...