যুক্তরাষ্ট্রে প্রতিবছর বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আসেন। রাস্তাঘাট চেনাসহ যুক্তরাষ্ট্রের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিতে বিভিন্ন সমস্যায় পড়েন অনেকে। শিক্ষার্থীদের এসব সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস রোবট প্রচলনে গবেষণা করছেন বাংলাদেশি বিজ্ঞানী ও শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম। তাঁর গবেষণার ক্ষেত্র শিক্ষাঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির প্রয়োগ ও সঠিক ব্যবস্থাপনা নীতি। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীরা যেন বিপথে না যান সে বিষয়েও কাউন্সেলিং ও মনিটরিং করবে এই সামাজিক রোবট। এ কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, যেসব শিক্ষার্থী ধূমপান করেন, তাঁদের ধূমপান না করা জন্য কাউন্সেলিং করবে এই সামাজিক রোবট। লজ্জা, গোপনীয়তা ও আত্মসম্মানবোধের কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষের কথার চেয়ে রোবটের কথা বেশি শুনতে পারেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও বিভিন্ন...