গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নৌকা বাইচ। প্রাচীন ঐতিহ্যবাহী ‘বিল বাঘিয়ার নৌকা বাইচ’ নামে পরিচিত এ আয়োজন ঘিরে এলাকাজুড়ে নেমেছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও নৌকা বাইচকে কেন্দ্র করে কালিগঞ্জ এলাকায় বসেছে হাজারো মানুষের মিলনমেলা। গত সোমবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ নান্দনিক নৌকা বাইচ চলবে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত প্রায় ২০০ বছরের পুরোনো এ নৌকা বাইচে অংশ নিয়েছে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন গ্রামের শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা ও জয়নগর বাচারী নৌকা। উপজেলার বাবুর খালে কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে চলে এই প্রতিযোগিতা। পাশাপাশি নৌকায় নৌকায় মেলার আয়োজনও ছিল বাড়তি আকর্ষণ। দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে বাইচের...