নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। মঙ্গলবার (২ অক্টোবর), প্রতি আউন্স সোনার মূল্য দাঁড়ায় ৩,৫০৮.৫০ মার্কিন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছর সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি, যা বৈশ্বিক অর্থনীতিতে একটি নতুন মাইলফলক। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে—এই সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা ব্যাপক হারে সোনার প্রতি ঝুঁকছেন। ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রড্ডা জানান, “দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি এবং সুদহার কমার সম্ভাবনা সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে বড় ধরনের চাহিদা তৈরি করেছে।” রড্ডা আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফেডের ওপর চাপ প্রয়োগ এবং এর স্বাধীনতা হরণমূলক বক্তব্য বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে ডলারের প্রতি আস্থা কমে গিয়ে সোনার দাম বেড়েছে। মার্কিন অর্থমন্ত্রী...