ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন বলে জানানো হয়েছে তাঁর কার্যালয় এলিসি প্যালেস থেকে। এটি তাঁর প্রেসিডেন্সির সবচেয়ে গভীর রাজনৈতিক সংকট থেকে উত্তরণের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) এই ঘোষণা আসে বিদায়ী প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর দুই দিনের জরুরি আলোচনা শেষে। লেকর্নু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন দেশটির চলমান অচলাবস্থা নিরসনের জন্য। গত রবিবার তাঁর ঘোষিত মন্ত্রিসভা কাঠামো দেশটির জোটসঙ্গী ও বিরোধী—উভয় পক্ষই প্রত্যাখ্যান করেছিল। এলিসি কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, লেকর্নুর আলোচনায় অংশ নেওয়া দলগুলোর অধিকাংশই সংসদ ভেঙে আগাম নির্বাচনের বিপক্ষে মত দিয়েছে। তাদের মতামত অনুযায়ী, বছরের শেষ নাগাদ বাজেট পাস করার মতো একটি স্থিতিশীল রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আগামী...