ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে কাজে গিয়ে জালাল উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। বুধবার (০৮ অক্টোবর) রাত ৮টার দিকে ওই উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জালাল উদ্দিন (৪৮) একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। মৃতের পরিবার জানায়, সকালে জালাল উদ্দিন নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। সারাদিন তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যার পরে তাকে খোঁজাখুঁজি করেন তারা। এরপর রাত ৮টার দিকে ড্রাগন বাগানে গিয়ে স্বজনরা জালাল উদ্দিনের মৃত অবস্থায়...