টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে রীতিমতো উড়ছিল বাংলাদেশ দল। তবে সেই দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খেল তারা। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় টাইগাররা হেরেছে ৫ উইকেটে।বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে বাংলাদেশ। যে ধারাবাহিকতা ধরে রেখে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন মিরাজ। জবাবে ৪৭ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।২২১ রানের অল্প পুঁজি নিয়ে কিছুটা লড়াই করেন দুই স্পিনার তানভীর ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। তবে শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শাহিদির পাল্টা আক্রমণে জয় নিশ্চিত করে আফগানিস্তান।টস জিতে ব্যাট করতে নেমে নতুন সঙ্গী সাইফ হাসানের সঙ্গে ইনিংস ওপেন করে...