সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড় প্রচলিত এ প্রবাদ মিলে গেছে চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের সঙ্গে। ৫ হাজার ২১৯ কোটি টাকার এ স্যুয়ারেজ প্রকল্পে নির্ধারিত সময়ে চট্টগ্রাম মহানগরীর রাস্তা কাটার কাজ শেষ করতে পারেনি চট্টগ্রাম ওয়াসা। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এখন আর নতুন রাস্তা কাটার সুযোগ দিচ্ছে না ওয়াসাকে। অথচ এখনো ৬৫ কিলোমিটার রাস্তা কেটে পাইপলাইন বসানো বাকি রয়েছে। ফলে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এখন প্রকল্পের কাজ শেষে করতে বাড়তি খরচ আর ঝক্কি সামলাতে হবে ওয়াসাকে। স্যুয়ারেজ প্রকল্পের আওতায় নগরীর ২০০ কিলোমিটার রাস্তা কেটে মাটির নিচ দিয়ে স্যুয়ারেজের পাইপলাইন বসানোর কথা। কিন্তু এ পাইপলাইন বসাতে গিয়ে বিভিন্ন এলাকায় রাস্তা কাটায় জনদুর্ভোগ বাড়িয়েছে ওয়াসা। ২০১৮ সালের ৭ নভেম্বর এ প্রকল্পের একনেক অনুমোদন হলেও...