কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। মাছ শূন্য এই দিঘীতে আগামী ১০ অক্টোবর (শুক্রবার) ২৪ ঘণ্টাব্যাপী বড়শি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে ২৮ হাজার টাকা করে এবং ইতিমধ্যে শতাধিক টিকিট বিক্রি করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের ফ্রি টিকিট দেওয়ার অপপ্রচারও চলছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে জগন্নাথদিঘীটি অভিভাবক শূন্য হয়ে পড়ে। দিঘীর ইজারাদার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিবুল আলম কানন পালিয়ে যাওয়ার সুযোগে স্থানীয় প্রভাবশালীসহ সাধারণ লোকজন টানা কয়েক মাস ধরে জাল ফেলে দিঘী থেকে মাছ লুট করে নিয়ে যায়। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত কোন বাধা ছাড়াই মাছ ধরা চলতে থাকায় দিঘীটি...