দক্ষিণ চীনের গুইঝৌ প্রদেশের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের ওপর দাঁড়িয়ে মনে হয়, আকাশটা হাতের নাগালেই। ‘সেতুর দৃশ্যটা সত্যিই অবিশ্বাস্য,’ বললেন বাঞ্জি জাম্প ও রোপ সুইং নিরাপত্তাকর্মী ফু। তিনি বললেন, ‘নিচে বেইপান নদী বয়ে চলেছে, পাশে হুয়াজিয়াং গ্রাম, আর দূরে দেখা যায় জলপ্রপাত। এত উঁচু থেকে নিচের দিকে তাকানোই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।’ ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেতুটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। ভূমি থেকে এর ডেকের উচ্চতা ৬২৫ মিটার, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুর মূল অংশ ১ হাজার ৪২০ মিটার। যা পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতু হিসেবেও রেকর্ড গড়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সেতুটি গুইঝৌ প্রদেশের লিউঝি বিশেষ জেলা থেকে আনলং কাউন্টিকে সংযুক্ত করেছে। আগে এই দুই প্রান্তের মধ্যে যাত্রা সময় ছিল প্রায় দুই ঘণ্টা,...