স্থানীয় বাসিন্দারা বলছেন, নদীভাঙনের এই তাণ্ডবের সামনে তারা অসহায়। এ দিকে ভাঙনের সঙ্গে সঙ্গে নদীগর্ভে বিলীন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোপণ করা ঐতিহাসিক বটগাছটিও, যা বহু বছর ধরে স্থানীয় এলাকার পরিচিত নিদর্শন ছিল। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে যমুনার গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকাবাসী জানান, এ বিষয়ে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সোহেল রানা বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি হঠাৎ এক মিটার বেড়ে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। ক্ষয়রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি এ কে এম...