নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যমে আলোচনার প্রেক্ষিতে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’ পরিষ্কারভাবে জানিয়েছে, ‘সহজ’ ও ‘সহজক্যাশ’ দুটি ভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। সহজ জানায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘সহজক্যাশ’ নামক একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) কোম্পানির বিজ্ঞাপন প্রকাশিত হয়, যেখানে প্রতিষ্ঠানটি নতুন এমএফএস ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দেয়।এতে ‘সহজ’ ও ‘সহজক্যাশ’ নামের মিল থাকায় অনেকেই ধরে নেন প্রতিষ্ঠান দুটি এক। এ ঘটনার পরপরই বাংলাদেশ ব্যাংক একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, ‘সহজক্যাশ’ নামে কোনো এমএফএস সেবা বাংলাদেশে অনুমোদিত নয়, এমনকি এমন কোনো আবেদনও তারা পায়নি।সহজ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, "এতে জনগণের স্বার্থ রক্ষা পেয়েছে এবং বিভ্রান্তি দূর হয়েছে।" সহজ-এর প্রধান মানবসম্পদ ও...